মোঃ আবু সালেক ভূইয়া-ভ্রাম্যমান প্রতিনিধি :
সাংবাদিক তুহিনের এতিম শিশুদের কোলে তুলে আদর করলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
৭ আগষ্ট নৃশংসভাবে খুন হওয়া দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে নগদ চেক উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এতিম শিশু তৌকির ও ফাহিমকে কোলে তুলে আদর করেন।দৃশ্যটি দেখে অনেকের চোখে পানি এসে পড়ে।
শনিবার বিকেলে নগরভবনের হলরুমে এক আবেগঘন অনুষ্ঠানে তিনি নিহতের পরিবারের হাতে চেকের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানসহ কর্মকর্তারা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এসময় প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন সাহসী ও নির্ভীক কলম সৈনিক। তাঁর নির্মম হত্যাকাণ্ড আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক—এটাই আমাদের প্রত্যাশা। আজকের এই সহায়তা ছোট্ট একটি উদ্যোগ মাত্র। আমি এবং গাজীপুর সিটি করপোরেশন ভবিষ্যতেও তুহিনের পরিবারের পাশে থাকব।”
তুহিনের স্ত্রী ফরিদা বেগম মুক্তা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আজ আমরা বুঝতে পারছি, সমাজ ও প্রশাসন আমাদের একা ফেলে দেয়নি।”
দৈনিক প্রতিদিনের কাগজ-এর সম্পাদক খায়রুল আলম রফিক সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনাদের সত্য লিখনির কারণেই তুহিন হত্যার রহস্য উদঘাটনের পথে অগ্রগতি হয়েছে। তবে তদন্তের পূর্ণতার জন্য নিহতের ব্যবহৃত মোবাইল দুটি উদ্ধার অত্যন্ত জরুরি। অন্যথায় আগামী ৭ দিনের মধ্যে সাংবাদিক সমাজ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”
প্রশাসকের এ সহায়তা ও সান্ত্বনার বক্তব্যে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। নিহত তুহিনের অসময়ে চলে যাওয়া শুধু সাংবাদিক সমাজ নয়, গাজীপুরবাসীর হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে।
উল্লেখ্য, গত ৭ আগস্ট গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। এরপর থেকে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংগঠন নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের এ মানবিক সহায়তা শোকাহত পরিবারের জন্য আশার আলো হয়ে এসেছে।
সাংবাদিক তুহিন আর নেই, কিন্তু তাঁর কলমের শক্তি ও স্মৃতি গাজীপুরবাসীর হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page