মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা শহর বিএনপির ১নং ওয়ার্ড শাখার কাউন্সিল-২০২৫ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত এ নির্বাচনে ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।
সভাপতি পদে মোঃ লিচু মিয়া (প্রতীক: গরুগাড়ি) ৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাহাবুর রহমান ৩৮ ভোট পান, আর মোঃ ইকবাল করিম (প্রতীক: ছাতা) পান ২১ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোঃ শফিকুর রহমান (প্রতীক: ফুটবল) ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ মামুনুর রশিদ নিশাত (প্রতীক: আনারস) পান ৩৯ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নীল মিয়া (প্রতীক: টিয়াপাখি) ৮৪ ভোট পেয়ে বিজয়ী হন, আর মোঃ তারিকুল ইসলাম (প্রতীক: কলস) পান ১৭ ভোট।
ভোট গ্রহণ ও গণনার পুরো প্রক্রিয়া পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু এবং সদস্যবৃন্দ মোঃ মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, মোঃ আনিছুর রহমান নাদিম, মোঃ শফিকুল ইসলাম লিপন ও অ্যাড. খন্দকার আল আমিন।
দলীয় নেতাকর্মীরা জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় তারা সন্তুষ্ট এবং নতুন নেতৃত্বের মাধ্যমে ওয়ার্ড বিএনপি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page