অর্জুন কুমার শীল-নোয়াখালী :
নোয়াখালীতে ওয়াকফ স্টেট এর জায়গা বেদখল। নোয়াখালী সদর উপজেলার অন্তর্গত চর মটুয়া ইউনিয়নের দক্ষিণ জগতপুর এলাকায় এই জায়গা। উক্ত ভূমিতে দক্ষিণ জগতপুর রহমানিয়া ফোরকানিয়া মাদ্রাসাপ্রতিষ্ঠিত। নিয়মিত শিক্ষাদান করা হয় এই মাদ্রাসায়। মাদ্রাসার পক্ষে মতো ওয়ালির নামে বর্তমান বিএস খতিয়ানে রেকর্ড ভুক্ত হয় এই জমি।
এলাকার প্রভাবশালী ভূমিদস্যু মোহাম্মদ আনোয়ার হোসেন দীর্ঘ ১০ থেকে ১২ বছর এই ভূমি বেদখল করে দোতলা বিল্ডিং উঠিয়ে বোগদখল করে আসছে। বিভিন্ন পন্থায় আনোয়ার সাহেব কে সমঝোতার মাধ্যমে এই ট্রাস্ট এরজমি ছেড়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু উনি বিগত ফ্যাসিশ সরকারের একজন নেতা হিসেবে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক উক্ত ভূমি দখল করে রাখে। বর্তমানে বিগত ২০ এপ্রিল ২০২৫ ইং তারিখ ৪৮১ নং উচ্ছেদ মামলায় মাননীয় সহকারী কমিশনার ভূমি এক নোটিশে উনাকে এক সপ্তাহের মধ্যে উনার সকল স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আদেশ প্রদান করেন।
কিন্তু উনি উক্ত আদেশ কর্ণপাত না করে ক্ষমতার বলে জোরপূর্বক উক্ত ভূমি দখল করে আছে। উক্ত মাদ্রাসার মতো ওয়ালি বলেন শত চেষ্টা করেও আনোয়ারকে উক্ত ভূমি থেকে উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না বর্তমানে মাননীয় জেলা প্রশাসকের হস্তক্ষেপে উক্ত জমি ফেরত পাব বলে আশা করছি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page