মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধায় কান্ডারী মহিলা উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার সহযোগিতায় দীর্ঘ ১ বছরের স্বামী ও স্ত্রীর পারিবারিক বিরোধ মিমাংসা করা হয়েছে। বুধবার বিকেলে শহরের ডিবি রোড ফকিরপাড়ায় অবস্থিত কান্ডারী মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয়ে এই বিরোধ মিমাংসা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা জেলার সাধারণ সম্পাদক মোঃ ফারহান শেখ, অর্থ বিষয়ক সম্পাদক নিয়াম শেখ, দপ্তর সম্পাদক তানভীর রহমান, কান্ডারী মহিলা উন্নয়ন সংস্থার সদস্য মাজেদা খাতুন কল্পনা, সোমা আক্তার, নাজমা বেগম সহ অনেকে।
উভয় পরিবারের দীর্ঘদিনের মনোমালিন্যর অবসান ঘটিয়ে দম্পতিকে এক করে দেওয়া হয় তাদের। তাদের ৩ বছর বয়সি একটা কন্যা সন্তান রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page