মোঃ রিয়াজ হাসান-কাশিয়ানী :
গোপালগঞ্জের কাশিয়ানীতে পুকুরের পানিতে পড়ে রাহাদ মোল্লা নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে নিজ বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে সে মারা যায়।
সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু রাহাদ উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া উত্তরপাড়া আসলাম মোল্লার ছেলে।
চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিম জানান, আসলাম মোল্লার শিশু ছেলে রাহাদ তার মাকে বাথরুমে যাবার কথা বলে। পরে এক ঘন্টা পরও বাথরুম থেকে বের না হলে তাকে খোঁজখুজিঁ করেও পাওয়া যায়নি। পরে তার পায়ের ছাপ দেখে বাড়ির পাশের পুকুরে নেমে খোঁজাখুঁজি করে রাহাদকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page