আকতারুজ্জামান-তানোর, রাজশাহী :
রাজশাহীর তানোর উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় বিল কুমারী বিল,উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুর, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। বুধবার (১৩ই আগষ্ট ) উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে তানোর বিল কুমারী বিল, উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত ২টি পুকুর চাপড়া এতিমখানায় পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
তানোর বিল কুমারী বিলে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে ও তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা জাঙ্গাহীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিনিয়র সহকারী পরিচালক অসীম কুমার ঘোষ সহ উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন , মৎস্য দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page