সৈয়দ রুবেল-নড়াইল :
নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দলের কেন্দ্রীয় আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মো. আবুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে হাফেজ মাওলানা তৈয়েবুর রহমানকে আহ্বায়ক ও মাওলানা মুহাম্মদ তাওহীদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মাওলানা সৈয়দ মো. ফজলুল করিম।
এছাড়া মাওলানা মো. রেজাউল করিম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা খিজির আহমেদ, মাওলানা মো. আমিনুর রহমান, ক্বারী মো. জাকির হোসেন, হাফেজ মাওলানা ইকবাল হোসেন, হাফেজ মাওলানা এনায়েতুর রহমান ও মাওলানা মো. আজিজুর রহমান যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন।
কমিটিতে আরও ৪০ জনকে সম্মানিত সদস্য করা হয়েছে।
বুধবার নড়াইল জেলা আহ্বায়ক হাফেজ মাওলানা তৈয়েবুর রহমান সাংবাদিকদের বলেন, “আমরা নড়াইলে সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে কাজ করবো।”
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page