জুলফিকার আলী জুয়েল :
গাজীপুরে ধারালো অস্ত্রের আঘাতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন নিহত হওয়ার পর তার হত্যাকারীদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি, সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদ জানানো হয়।
আজ বুধবার সকাল ১১টায় গাজীপুরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে কোনাবাড়ী থানা প্রেসক্লাব, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি ও গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাব।
মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খান, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু, কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সালাহ উদ্দিন আহমেদ, গাজীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুম রানা এবং গাছা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফ। এছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, তুহিন হত্যার মামলার সমস্ত গ্রেফতারকৃত আসামির দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি কার্যকর করা আবশ্যক। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান হামলা, হত্যাকাণ্ড, গুম ও মিথ্যা মামলায় হয়রানি বন্ধের জন্য সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তারা।
মানববন্ধনে গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page