এম এ গাফফার :
সারা বাংলাদেশ থেকে আগত বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের শিক্ষকদের জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিশাল সমাবেশ ও পদযাত্রার আয়োজন। এই বিশাল শিক্ষক সমাবেশে সারা বাংলাদেশ থেকে আগত শিক্ষকবৃন্দ এবং বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
এই দাবি দেওয়ার মধ্যে বিভিন্ন বিভাগীয় ও নেতৃবৃন্দ ওনাদের বক্তব্যে বলেন আজকে স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেল কিন্তু আমাদের শিক্ষকদের কোন উন্নত ব্যবস্থা গ্রহণ করে নাই কোন সরকার । ভালো না পারে অথচ গত ফ্যাসিস্ট সরকার তার বাবার জন্ম শত বার্ষিকী পালন করে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার করেছে । যা দেশের জন্য ক্ষতিকর ও নিষ্প্রয়োজন। তাই গত ফেস্টি সরকার এই শিক্ষক সমাজের জন্য শুধু বৈষম্যই সৃষ্টি করেছে কিন্তু তাদের সুযোগ সুবিধার ব্যাপারে সম্পূর্ণভাবে উদাসীন ছিল । তাই আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডাক্তার ইউনুস স্যারের কাছে আমাদের দাবি এই বেসরকারি শিক্ষকদের অবশ্যই জাতীয়করণ করতে হবে।
সারা বাংলাদেশে ৯০% বেসরকারি শিক্ষক অথচ এই শিক্ষকগণ কোন প্রকার সরকারি সুযোগ সুবিধা পায় না এমনকি চিকিৎসা ভাতা উৎসব ভাতা আরও বিভিন্ন ভাতা থেকে এই বেসরকারি শিক্ষকগণ আজকে বঞ্চিত। তাই এই ৯০% বেসরকারি শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। আজকে এই মানুষ গড়ার কারিগর পথে পথে অবহেলিত এবং লাঞ্ছিত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই ৯০% বেসরকারি শিক্ষকবৃন্দ আজকে যদি আমরা পাঠদান থেকে বিরত থাকি তাহলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তাই আমরা চাই না শিক্ষার কোন ক্ষতি হোক।
তাই প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনুস স্যারের কাছে আমাদের অনুরোধ আমাদের এই 90% বেসরকারি শিক্ষকদের প্রাণের দাবি আমাদেরকে জাতীয়করণ করে বৈষম্য দূর করে আমাদের পরিবার-পরিজন নিয়ে সামাজিকভাবে বসবাস করার বিহিত ব্যবস্থা করবেন। এই সমাবেশে সারা বাংলাদেশ থেকে আগত বেসরকারি কলেজ স্কুল মাদ্রাসা ও কারিগরি বোর্ডের শিক্ষক শিক্ষিকা বৃন্দ অংশগ্রহণ করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page