জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল প্লাটফর্ম টেড-এক্স ইভেন্ট। ইন্সটিটিউট অফ ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিকস ইন্জিনিয়ার (আইইইই) জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের তত্বাবধানে আয়োজিত হবে এই ইভেন্ট।
১২ আগস্ট (মঙ্গলবার) টেড-এক্স ইভেন্ট ও ওয়েবসাইট উদ্বোধন বিষয়ে ভিসি কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম ও ইভেন্ট আয়োজকদের মাঝে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে আরো উপস্থিত ছিলেন আইইইই জবি স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর অধ্যাপক ড. আবু লায়েক,আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড.মোহাম্মদ নাসির উদ্দীন ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপাচার্য টেড-এক্স জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট উদ্বোধন করেন।
ইভেন্টের আয়োজক ও কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বায়েজিদ সরকার বলেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো টেডএক্সের যাত্রা শুরু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের উদ্দেশ্য একটি অনন্য মঞ্চ তৈরি করা, যেখানে উদ্ভাবনী ধারণা, অনুপ্রেরণামূলক গল্প ও সৃজনশীল ভাবনা শেয়ার করা যাবে। আশা করছি, এই যাত্রা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সমাজে নতুন অনুপ্রেরণা যোগ করবে। সবার আন্তরিক সমর্থন ও উপস্থিতি আমাদের এগিয়ে যাওয়ার শক্তি হয়ে থাকবে।
ইভেন্ট আয়োজক ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন,টেড এক্স এর মতো ইন্টারন্যাশনাল একটা ইভেন্টের আয়োজনের উদ্যোগ নিতে পেরে আমরা আনন্দিত। আমার নভেম্বরের শুরুতে ইভেন্ট টি করার পরিকল্পনা করে কাজ শুরু করেছি। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপচার্য, রেজাউল করিম পিএইচডি স্যার আমাদের অফিশিয়াল ওয়েবসাইট উদ্বোধন করেছেন। আমরা ইতিমধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ভলান্টিয়ার নিয়েছি। ইভেন্টে বিভিন্ন ফিল্ড থেকে ১০-১২ জন ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল পর্যায়ের স্পিকার থাকবেন। আশা করি আমরা চমৎকার একটি ইভেন্ট জবিয়ানদের উপহার দিতে পারবো।
উল্লেখ্য, টেড একটি আন্তর্জাতিক সংস্থা যারা বিভিন্ন সেক্টরের স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে কনফারেন্স আয়োজন করে যেন সেইসব বক্তাদের অভিজ্ঞতা সাধারণ মানুষ জানতে পারে এবং দক্ষতা অর্জন করতে পারে। বিশ্বব্যাপী টেড এর অনুষ্ঠান আয়োজনকে সবার কাছে পৌঁছে দিতে টেডএক্স এর উদ্ভব যেখানে টেড এসব প্রোগ্রামের মনিটর করে না বরং শুধু টেড ইন্টারন্যাশনালের অনুমতির প্রয়োজন হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page