জুলফিকার আলী জুয়েল :
গাজীপুর পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গাজীপুরে সফলভাবে উদ্বোধন করা হয়েছে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে “সবুজে সাজাই বাংলাদেশ” শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে জেলার বিভিন্ন স্থানীয় স্কুল, কলেজ ও সামাজিক সংগঠন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব মুকিত মজুমদার বাবু, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ক্লাবের প্রতিষ্ঠাতা ও ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা
ডঃ চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, গাজীপুর
ডঃ নাজমুল করিম খান, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ
জনাব সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি
সালাউদ্দিন চৌধুরী, চেয়ারম্যান, Stylish Garment Limited
মিশা খান, ব্যবস্থাপনা পরিচালক, Stylish Garment Limited
ক্লাবের সভাপতি বলেন, আমাদের লক্ষ্য হলো গাজীপুর জেলাকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই পরিবেশে পরিণত করা। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা প্রকৃতিকে বাঁচাতে চাই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ রেখে যেতে চাই।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একযোগে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। এছাড়াও, গাছের গুরুত্ব ও পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
বিশেষভাবে গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি বিভিন্ন শাখায় মোট ২৫ হাজার গাছ বিতরণ করেছে এবং শাহীন স্কুলে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page