মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধায় দৈনিক করতোয়ার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার ডিসি অফিস সংলগ্ন পলাশবাড়ী সড়কে গাইবান্ধা প্রেসক্লাব (মূলধারা) এর কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় এ উপলক্ষে কেক কর্তন আলোচনা ও দোওয়া অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি ও দৈনিক করতোয়া গাইবান্ধা জেলাপ্রতিনিধি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও প্রেসক্লাব সম্পাদক আবেদুর রহমানের সঞ্চালনায় দৈনিক করতোয়ার কর্মকান্ড ও সফলতাকে তুলে ধরে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সম্পাদক আবেদুর রহমান স্বপন,সহ সভাপতি সরকার শহিদুজ্জামান, সহ সভাপতি শামিম উল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক বাবু, সাংবাদিক শাহাদৎ হোসেন মিশুক, শেখ ফারহান, তানভীর রহমান, ওমর ফারুক রনি,শরিফুজ্জামান সোহাগ, শাকির হায়দার পিয়াস,, মোঃ অলামিন, মেহেদী হাসান বাবু, খোন্দকার নিপন,সালাম আশেকী,কে এম বাবু, হায়দার আলী, আব্দুল মোক্তাদির নয়ন, আতিকুর রহমান ,নিয়াম শেখ, রওশন সিমু, রাশেদ ইমাম তওরাত সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব এড. মোস্তফা মনিরুজ্জামান, নাগরিক অধিকার পরিষদের নেতা রেজাউল করিম রেজা, অলহ্জ্জ অব্দুল মোত্তালিব,জেলা ইসলামী আন্দোলনের সভাপতি প্রভাষক মওলানা আব্দুল মাজেদ, আলোচনা শেষে দৈনিক করতোয়ার উত্তোরত্তর খ্যাতি ও উন্নতি কামনা সহ দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক এর সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন ডিসি কার্যালয় মসজিদের পেশ ইমাম মুফতি মওলানা জোবায়ের আহমেদ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page