সাবিনা ইয়াসমিন-গাজীপুর :
গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে।
সামাজিক মাধ্যমে তার দেওয়া এক স্ট্যাটাস কে কেন্দ্র করে গাজীপুর আদালতে মানহানির মামলার আবেদন করেছেন দলটির এক নেতা।
১২ আগস্ট মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির দায়ের করেন বাসন্ত থানার বিএনপির সভাপতি তানবীর সিরাজ।
মামলার আবেদনে বলা হয় ঘটনার প্রকৃত কারণ না জেনে সারজিশ আলম তার ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে বিএনপিকে দায়ী করে অপপ্রচার চালান। এতে দল ও দলীয় নেতাকর্মীদের সম্মান ক্ষুন্ন হয়েছে।
তানভীর সিরাজ বলেন সারজিস আলমের এই বক্তব্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে
আদালত মঙ্গলবার দুপুরে মামলার শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নেন এবং তদন্তের দায়িত্ব দেয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page