সাইমন :
এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) তাদের উৎপাদিত ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমিয়েছে। সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত কমানো এ মূল্য তালিকায় রয়েছে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকসহ নিউমোনিয়া, সর্দি-জ্বর, উচ্চরক্তচাপ, গ্যাস্ট্রিক আলসার, কৃমিনাশক, ব্যথানাশক, হাঁপানি ওষুধ এবং ভিটামিন।
প্রতিষ্ঠানটির উৎপাদন শাখা থেকে প্রাপ্ত নথি অনুযায়ী, অ্যাজমা প্রতিরোধী মন্টিলুকাস্ট ট্যাবলেট এখন বিক্রি হবে ৫ টাকা দরে, যা আগে ছিল ১০ টাকা ৬৭ পয়সা। পাকস্থলীর এসিড নিয়ন্ত্রণে ব্যবহৃত ওমিপ্রাজল ক্যাপসুল দুই টাকা ৭০ পয়সা, ব্যথানাশক কেটোরোলাক ইনজেকশন ৩০ টাকা থেকে কমে ২৩ টাকা, আর ক্যান্সারের কেমোথেরাপি-জনিত বমি প্রতিরোধে অনডানসেট্রন ইনজেকশন কমেছে তিন টাকা।
এ ছাড়া ব্যাকটেরিয়া সংক্রমণের সেফট্রিয়াক্সোন ইনজেকশন ১১৫ থেকে ৯০ টাকা, নিউমোনিয়ার সেফটাজিডিম ইনজেকশন ১৫০ থেকে ১০০ টাকা, শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রতিরোধী সেফট্রিয়াক্সোন ১৭৫ থেকে ১৬০ টাকা, সেফুরোক্সিম ইনজেকশন ও ইসোমিপ্রাজল ইনজেকশন কমেছে ১০ টাকা করে। মেরোপেন ইনজেকশন ৪৫০ থেকে ৩৪৩ টাকা এবং ওমিপ্রাজল ইনজেকশন ৬৪ থেকে ৫২ টাকায় নামানো হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page