সৈয়দ রুবেল-নড়াইল :
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এসএম আব্দুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলুর সঞ্চালনায় বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ওশান পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক মলয় নন্দী, সাইফুল ইসলাম তুহিন, অ্যাডভোকেট.আজিজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যার মাধ্যমে বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় ভয়াবহ আঘাত হানা হয়েছে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও পেশাগত দায়িত্ব পালনে স্বাধীন পরিবেশ তৈরির আহ্বান জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম মনীর চৌধুরী,মোস্তফা কামাল, তারিকুজ্জামান লিটু,মুন্সী আসাদুর রহমান,এস,এ কবীর(সৈয়দ রুবেল) শরিফুল ইসলাম বাবলু, মো. ইমরান হোসেন,অ্যাডভোকেট রাজু আহমেদ রাজীব,মো. হাফিজুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিক।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page