জন জাগরণ ডেস্ক :
গাজীপুরের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা ক্যান্টমেন্টের ইসিবি চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক জন জাগরণ পত্রিকার পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে পত্রিকার প্রকাশক ও সম্পাদক, নির্বাহী সম্পাদক, সহ সম্পাদক, রিপোর্টার, ক্যামেরাম্যানসহ কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিকের উপর এভাবে বর্বরোচিত হামলা কেবল একজন ব্যক্তিকে হত্যার ঘটনা নয়, এটি পুরো গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। বক্তারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে নিহত সাংবাদিকের পরিবারের সার্বিক দায়িত্ব সরকারকে নিতে হবে বলে দাবি তোলেন তারা।
উপস্থিত ছিলেন, পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, নির্বাহী সম্পাদক জি.এস. জয়, সহ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ সম্পাদক র ই জাকির, সিনিয়র রিপোর্টার সাইমন, স্টাফ রিপোর্টার ইমামুল হক, স্টাফ রিপোর্টার মোঃ আখতারুজ্জামান, স্টাফ রিপোর্টার খলিলুর রহমান, স্টাফ রিপোর্টার রিপন আহমেদ, স্টাফ রিপোর্টার রাজু আহমেদ, রিপোর্টার আরমান কাজী, রিপোর্টার মো: সিলন খান। এছাড়া ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ নীরব হোসেন ও আসিফ আহমেদ।
পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেন, সাংবাদিকরা জীবনবাজি রেখে সত্য প্রকাশ করেন, অথচ তাদের ওপর হামলা ও হত্যার ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনায় যদি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তবে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে।
মানববন্ধন থেকে আরও ঘোষণা দেওয়া হয়, তুহিন হত্যার বিচার না হওয়া পর্যন্ত দৈনিক জন জাগরণ পরিবার ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page