মোঃ সাগর হোসেন :
আমরা আর কোনো নতুন স্বৈরাচার হতে দিবো না, ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী এই শপথ নিতে হবে সকলকে। দেশকে এগিয়ে নিতে সবাইকে একত্রে কাজ করার আহ্বান রেখে বক্তব্য প্রদান করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার। রাত সাড়ে আটটার দিকে “গণঅভ্যুথান পর্রবর্তী মেহেরপুর :আজ এবং আগামী” শীর্ষক সুধীজন সভায় এ বক্তব্য দেন তিনি।
অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্যে তিনি বলেন, বিগত সময়ে সাধারনের জনমতকে উপেক্ষা করে এমন পদ্ধতি প্রতিষ্ঠিত করা হয়েছিল যেখানে অনুগ্রহ করে যা দেওয়া হবে তাইই অধিকার। নাগরিক অধিকারগুলো সব খর্ব করা হয়েছিল। যার ফলে গনতন্ত্রের নতুন অভিযাত্রার সন্ধিক্ষণে বাংলাদেশ।
মনির হায়দার আরো বলেন, বিগত সরকার মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা খুব কম যেখানে সরকারের সকলে পলাতক হয়, আর এটি হয়েছিল জনরোষের ফলস্রুতিতে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন নাঘটে সে বিষয়ে সকলকে সতর্ক করেন তিনি। স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা এই মেহেরপুর থেকে, আমি বলব এবং এখান থেকেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে হবে বলেও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী।
জেলা প্রশাসনের আয়েজনে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রসাশক সিফাত মেহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক সাকাপি ইবনে সাজ্জাদ সহ জেলা প্রসাশনের কর্তাব্যিক্তরা। সভায় জেলার রাজনৈতিক, ব্যবসায়ীক, শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করে। জেলাকে এগিয়ে নিতে করনীয় সম্পর্কে পরামর্শ প্রদান করেন তারা। সড়ক, কৃষি, চিকিৎসা, ক্রিড়া ও শিক্ষা বিভাগের উন্নয়নে বিশেষ দৃষ্টি দেওয়ার অনুরোধ করেন প্রতিনিধিরা। এছাড়াও মাদক সমস্যা, আইনশৃঙ্খলার অবনতি ও দুর্বৃত্তায়ন প্রতিরোধে আরও কঠোর হওয়ার দাবী রাখেন আগতরা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page