মোঃ মাহবুবুর রহমান সোহেল :
গাজীপুরের থানা সামনে থেকে সাংবাদিক উপর সন্ত্রাসী হামলা অভিযোগ উঠেছে।এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে সাংবাদিককে টেনে হেঁচড়ে পাথর দিয়ে থেতলীয়ে দিচ্ছেন সন্ত্রাসীরা।এতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকই।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় মহানগরের সদর থানার সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই সাংবাদিকের সহকর্মী তমা বলেন, চাঁদাবাজি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার সন্ধ্যায় স্থানীয় চাঁদাবাজরা পুলিশের উপস্থিতিতে তাকে প্রথমে কিলঘুসি ও পরে পাথর দিয়ে আঘাত করে। তাকে পুলিশের সহায়তায় আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসা নিয়ে তার স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এ ব্যাপারে কোন মামলা হয়নি। এ ছাড়া এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page