নীলফামারী প্রতিনিধি :
২৫ লাখ টাকা ব্যয়ে নীলফামারী পৌর মুক্ত মঞ্চের নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায়(৭আগস্ট) শহরের শহিদ মিনার প্রাঙ্গণে মুক্ত মঞ্চ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী জুয়েল রানা এ সময় উপস্থিত ছিলেন।
নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম জানান, সাংস্কৃতিক চর্চাসহ বিভিন্ন সমাবেশের মঞ্চ হিসেবে এটি ব্যবহার করা যাবে।
আধুনিক মানস্মত এই মুক্তমঞ্চ বিশেষ ভুমিকা রাখবে নাগরিকদের।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page