জুলফিকার আলী জুয়েল :
গাজীপুরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার এক চায়ের দোকানে এক হৃদয়বিদারক দৃশ্যের জন্ম হলো।
সেখানে, জনসমক্ষে, সাহসিকতার প্রতীক ও দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিন-কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে একদল হিংস্র সন্ত্রাসী।
দিনের আলোয় এমন নিষ্ঠুরতা যেন পুরো নগরবাসীর বিবেককে নাড়া দিয়ে গেল।
এক হাতে কলম, অন্য হাতে সত্যের মশাল— এমন এক যোদ্ধা চিরতরে থেমে গেল নির্মমতা ও অমানবিক বর্বরতার শিকার হয়ে।
এই হত্যাকাণ্ড কেবল একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি ন্যায়, সত্য ও স্বাধীন মত প্রকাশের উপর সরাসরি আঘাত। তুহিন ছিলেন মাটি ও মানুষের কণ্ঠস্বর। তার প্রতি এই নির্মম আচরণ সংবাদপত্র জগতকে স্তব্ধ করে দিয়েছে।
প্রতিটি বিবেকবান নাগরিকের হৃদয়ে আজ শোক, ঘৃণা ও প্রতিবাদের আগুন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই এখন জাতির দাবি।
তুহিন ভাই, আপনার কলম থেমে গেলেও—আপনার সত্যের দীপ্তি ছড়িয়ে যাবে প্রতিটি কাগজের পাতায়, প্রতিটি প্রতিবাদে, প্রতিটি বিবেকবান হৃদয়ে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page