সাইমন :
বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’সহ রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট এবং শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আগামী শুক্রবার, ৮ আগস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। জনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি অধ্যাদেশ, ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বুধবার (৭ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষর করেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ৮ আগস্ট ২০২৫ (শুক্রবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত এলাকাসমূহে সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।”
নিষিদ্ধ ঘোষিত এলাকাসমূহ:
বাংলাদেশ সচিবালয় এবং তার সংলগ্ন এলাকা
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন 'যমুনা'
হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং
কাকরাইল মসজিদ ক্রসিং
অফিসার্স ক্লাব ক্রসিং
মিন্টো রোড ক্রসিং পর্যন্ত এলাকা
ডিএমপি জানিয়েছে, রাজধানীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞাটি বলবৎ থাকবে।
প্রসঙ্গত, চলমান রাজনৈতিক উত্তেজনা ও সাম্প্রতিক জনসমাবেশের প্রেক্ষাপটে এ নিষেধাজ্ঞাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page