হলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্যারন স্টোন। তিনি ১৯৯২ সালের থ্রিলার ছবি ‘বেসিক ইন্সটিংক্ট’-এর জন্য বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেন। তবে সিনেমার একটি দৃশ্য তাকে যতটা খ্যাতি দিয়েছে, তার চেয়ে বেশি বিতর্ক এবং ব্যক্তিগত অস্বস্তি এনে দিয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিতর্কিত দৃশ্য নিয়ে শ্যারন তার ব্যক্তিগত অনুভূতির কথা তুলে ধরেছেন, যা আবারও আলোচনার জন্ম দিয়েছে। ‘বেসিক ইন্সটিংক্ট’ ছবিতে শ্যারন স্টোন অভিনয় করেছিলেন ক্যাথরিন ট্রামেল নামের একজন রহস্যময় লেখকের চরিত্রে।
ছবির অন্যতম বিখ্যাত দৃশ্য হলো পুলিশি জিজ্ঞাসাবাদের সময় তার সেই সাহসী মুহূর্ত। এই দৃশ্যটি শ্যারনকে রাতারাতি আইকন বানিয়ে দিলেও, তিনি জানান, এর জন্য তাকে সম্মান নয় বরং ব্যক্তিগতভাবে নানা ধরনের অস্বস্তির শিকার হতে হয়েছে।
তিনি বলেন, ‘ওই দৃশ্যটা আমাকে আইকন করে তুলেছিল, তবে সম্মান এনে দেয়নি। জীবনে সবকিছু আমাদের ইচ্ছেমতো হয় না। ওই ধরনের কোনো ফ্যান্টাসি ওয়ার্ল্ডের অংশ হতে আমি আর চাই না।’
এর আগেও এই দৃশ্য নিয়ে শ্যারন তার হতাশার কথা তুলে ধরেছিলেন। ২০২১ সালে প্রকাশিত তার বই ‘দ্য বিউটি অফ লিভিং টোয়াইস’-এ তিনি অভিযোগ করেন, দৃশ্যটি ধারণের সময় তাকে মিথ্যা বলা হয়েছিল।
তিনি লিখেছিলেন, ‘শুটিংয়ের সময় আমাকে বলা হয়েছিল যে অন্তর্বাসের কারণে আলোর প্রতিফলন হচ্ছে, তাই সেটি খুলে ফেলতে হবে। পরে যখন আমি পুরো দৃশ্যটি প্রজেক্টরে দেখি, তখন হতভম্ব হয়ে গিয়েছিলাম।’
শ্যারন জানান, এই ঘটনার পর তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে পরিচালক পল ভেরহোভেনকে চড় মেরেছিলেন এবং সঙ্গে সঙ্গে তার আইনজীবীকে ফোন করেছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page