বদিউজ্জামান-জলঢাকা :
"জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীর জলঢাকায় বর্ণাঢ্য র্যালি আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির, নীলফামারী জেলা শাখা।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে দক্ষিণ জলঢাকা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবু সাঈদ চত্বর (ট্রাফিক মোড়) গিয়ে শেষ হয়।
র্যালি থেকে শিবির নেতাকর্মীরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। “তুমি কে আমি কে – রাজাকার রাজাকার”, “দিল্লি না ঢাকা – ঢাকা ঢাকা” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন—
নীলফামারী জেলা জামায়াতের শুরা সদস্য ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফি
জেলা সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি সাব্বির আহমেদ, রঞ্জু ইসলাম ও আলহাজ্ব কামারুজ্জামান।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি তাজমুল হাসান সাগর।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের শপথ গ্রহণের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page