বদিউজ্জামান-জলঢাকা প্রতিনিধি :
জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলার আয়োজনে সুবিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হলো। আজ ৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় জামায়াতের উপজেলা কার্যালয় আল ফালাহ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে আবু সাঈদ চত্বর, ডালিয়া রোড হয়ে থানা মোড় হয়ে ডিমলা রোড দিয়ে রাবেয়া কলেজ মোড় হয়ে উপজেলা চত্বর হয়ে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। হাজার হাজার নেতা-কর্মী ও সাধারন জনগনের স্বতস্ফুর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত এই মিছিলটি শুরু হলে পুরো জলঢাকা যেনো মিছিলের শহরে পরিনত হয়। জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার দৃপ্ত অঙ্গীকার ব্যাক্ত করে নেতাকর্মীগন বিভিন্ন শ্লোগানে জলঢাকা শহর প্রকম্পিত করে তোলে।
মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি জনাব মুজাহিদ মাসুম, জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি জনাব আলহাজ্ব কামারুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য জনাব সাদের হেসেন, জনাব মনিরুজ্জামান জুয়েল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ফয়সাল মুরাদ, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জামায়াত মনেনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। বক্তাগন রক্তে অর্জিত জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকতে জনগনের প্রতি উদাত্ত আহ্বান জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page