মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২৫ সম্পন্ন হয়েছে। নির্বাচনের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে তিনজন নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে অ্যাডভোকেট শরিফুল ইসলাম রুবেল ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সবুর আহম্মেদ গরুর গাড়ি প্রতীকে পেয়েছেন ৭২ ভোট। সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে সাহাদুল মিয়া পেয়েছেন ২০০ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম (মাস্টার) পেয়েছেন ৯৩ ভোট।
গঠনিক সম্পাদক পদে টিয়া পাখি প্রতীক নিয়ে আতিকুর রহমান মধু পেয়েছেন ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহানুর রহমান নয়ন পেয়েছেন ৮২ ভোট।নির্বাচনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচনটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
নবনির্বাচিত নেতাকর্মীরা ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page