ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ : সম্প্রতি বাংলাদেশ পুলিশ সদর দফতরের নামে একটি ভুয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও কিছু অনলাইন মাধ্যমে প্রচারিত হচ্ছে।
সংস্থাটির সদর দফতর জানিয়েছে, চিঠিটিতে পুলিশ সদর দফতরের অফিসিয়াল লেটারহেড ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।
শনিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দফতর জানায়, চিঠিটির কোনো ভিত্তি নেই। এটি বাংলাদেশ পুলিশের কোনো দপ্তর থেকে ইস্যু করা হয়নি। এতে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা পুরোপুরি বানোয়াট, অনৈতিক এবং পুলিশের প্রতিষ্ঠিত নীতিমালার পরিপন্থি।
এছাড়া চিঠিতে স্বাক্ষরকারী হিসেবে যার নাম দেয়া হয়েছে তিনি উল্লিখিত শাখাতেই কর্মরত নন।
এ ধরনের ভুয়া চিঠি তৈরি ও প্রচারে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সুত্রঃ(বাসস)
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page