মো: মুসলিম উদ্দিন :
মীরসরাই উপজেলার ০৬ নং ইছাখালী ইউনিয়নের কৃতি সন্তান,সরকারি হাজ্বী মুহাম্মদ মহসিন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল,সরকারি স্যার আশুতোষ কলেজের প্রিন্সিপাল এবং পরবর্তীতে আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল,আলহাজ্ব প্রফেসর মহি উদ্দিন স্যার আজ বেলা ০৫.৩০ মিনিটে চট্টগ্রামের স্থানীয় একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল সকাল ১০ ঘটিকায় ১০ নং মিঠানালা ইউনিয়নের রাজাপুর জামে মসজিদ প্রাংগনে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য উনি আমাদের মীরসরাই পাইলট হাই স্কুলের ৯০ ব্যাচের ছাত্র নঈম উদ্দিন ভাইয়ের আব্বা।
পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মরহুম মহি উদ্দিন স্যারের দুনিয়াবি ভুলত্রুটি ক্ষমা করে উনার জান্নাত কামনা করছি এবং উনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page