মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
আজ (২ আগষ্ট) শনিবার বিকেল ৩ টার দিকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ফায়ার সার্ভিস এলাকায় রংপুর টু ঢাকা মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশ যৌথ চেকপোষ্ট বসিয়ে হানিফ এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো ব-১২২১৬৫) এর একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন রাইকুল ইসলাম নামের একজন ব্যক্তির লাগেজ থেকে ১৫ বোতল ফেন্সিডিল ও নগদ ১ লাখ ৩ হাজার ৪৫২ টাকা জব্দ সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাইকুল ইসলাম(৪২) রংপুর জেলার তাজহাট উপজেলার আশরতপুর চকবাজার গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে।
আসামির বিরুদ্ধে মাদক মামলা দায়েরের জন্য তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও আইনপ্রয়োগকারী সংস্থাসমুহের কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page