নিজস্ব প্রতিবেদক :
ক্যান্টনমেন্ট কচুক্ষেত বাজারে, লাজ ফার্মার গলিতে মিজান এর পুত্র সিয়াম শীর্ষ মাদক ব্যবসায়ী , কিশোরগ্যাং এর সন্ত্রাসী কার্যক্রম এ এলাকার মানুষজন অতিষ্ঠ।
সিয়ামের পরিবারের সহযোগিতার মাধ্যমে এই মাদক ব্যবসাকে দীর্ঘ বছর যাবৎ চালিয়ে আসছে। বিভিন্ন এলাকায় তার নিয়ন্ত্রিত এজেন্টের মাধ্যমে মাদক বিক্রয় করে আসছে , নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিজে এবং গলিতে গলিতে তার এজেন্টের মাধ্যমে মাদক বিক্রয় করে থাকে।
এলাকাই মাদক সহজতর করার কারণে যুবসমাজ নেশা উপনীত হচ্ছে দ্রুত। পারিবারিকভাবে প্রভাব দেখিয়ে, মাদক ব্যবসা করে বাড়ি এবং সম্পদশালী হওয়ার কারণে এলাকার মানুষজন মুখের উপরে কিছু বলার সাহস করতে পারে না।
আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের ছত্রছায়াতে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম নির্বিচারে চালিয়ে গেছে, এখনও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে মাদক এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আইনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page