মোঃ আবু জাফর মন্ডল :
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে শাহ আজগর আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ‘জুলাই পূর্ণ জাগরণ’ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় থেকে বিকাল ৫ টা পর্যন্ত ক্যাম্পের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাদুল্লাপুর, গাইবান্ধা শাখা।
ক্যাম্পে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ সরবরাহ, রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদানের সুযোগ রাখা হয়। এতে শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাজমুল হাসান সোহাগ এবং সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীনুল ইসলাম মন্ডল।
সেবামূলক এ কর্মসূচি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান থাকবে।
এটি ছিল একটি মানবিক উদ্যোগ, যা এলাকার মানুষের মাঝে সচেতনতা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দিয়েছে।
এ-সময় আরো উপস্থিত ছিলেন,শাহ আজগর আলী ডিগ্রি কলেজের সভাপতি ইন্জিনিয়ার গোলাম রব্বানী রতন, বাংলাদেশ জামায়াত ইসলামীর ধাপেরহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সুজন মিয়া,যুব জামায়াতের সভাপতি মুশফিকুর রহমান সাগর,কলেজ প্রিন্সিপাল সহ শিক্ষক বৃন্দ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page