মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মাঠবাজার, হাসেম বাজার, দুলালেরভিটা, ছয়ঘড়িয়া ও কুমারপাড়া এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এসব অঞ্চলে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের প্রকাশ্যে বেচাকেনা চলছে। অথচ প্রশাসনের কোনো কার্যকর ব্যবস্থা বা অভিযান চোখে পড়ছে না।
স্থানীয় একাধিক সূত্র জানায়, মাদক ব্যবসার পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। তারা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দিনের পর দিন অবাধে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে এলাকার যুবসমাজ, বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররা মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন —
“আমার ছেলেটা আগে পড়ালেখায় ভালো ছিল। এখন রাতে ঘুরে বেড়ায়, কথা শোনে না। ভয় হয়, যদি মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে।”
অন্যদিকে এক প্রবীণ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন —
“সবাই জানে কারা মাদক বিক্রি করে, কোন দোকানে বসে চলে— কিন্তু প্রশাসন চুপ করে আছে। মাঝে মাঝে লোক দেখানো অভিযান হয়, তাতে কোনো লাভ হয় না।”
এই পরিস্থিতিতে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে। স্থানীয়রা দ্রুত মাদকবিরোধী জোরালো অভিযান এবং মাদকের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা দাবি করছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page