জুলফিকার আলী জুয়েল :
গাজীপুরের কলাবাধা এলাকায় সম্প্রতি নীট প্লাস লিমিটেড এর বিরুদ্ধে একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে এলাকাবাসী ও কারখানাটির শ্রমিকদের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তাদের দাবি, নীট প্লাস লিমিটেড কোনোভাবেই জলাবদ্ধতার জন্য দায়ী নয়, বরং কারখানাটির নিজস্ব পরিবেশবান্ধব অবকাঠামো জলাবদ্ধতা রোধে সহায়ক ভূমিকা রাখে।
নীট প্লাস লিমিটেড কর্তৃপক্ষ জানায়, তাদের কারখানায় কোনো ডাইং ইউনিট নেই। রয়েছে স্ক্রিন প্রিন্টিং ইউনিট, যার সমস্ত বর্জ্য পানি প্রক্রিয়াজাত করে পুনঃব্যবহার করা হয়। তাছাড়া, কারখানার ভেতর দিয়ে নিরবিচারে প্রবাহিত একটি সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, যা জলাবদ্ধতা সৃষ্টি করে না।
বরং অভিযোগ উঠেছে, রহমত গ্রুপ এবং করিম টেক্সটাইল নামক দুটি ডাইং কারখানা তাদের অপরিশোধিত বর্জ্য পানি সরাসরি পরিবেশে ছেড়ে দেয়। এই পানি আশপাশের রাস্তাঘাট এবং ড্রেনগুলোতে আটকে গিয়ে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি করছে। ফলে এলাকার সাধারণ মানুষ ও পথচারীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একইসঙ্গে, নীট প্লাস লিমিটেড এর আশপাশে জমে থাকা নোংরা পানির কারণে শ্রমিকদের সময়মতো কর্মস্থলে পৌঁছানো সম্ভব হচ্ছে না, যা উৎপাদন কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করছে।
শ্রমিক ও এলাকাবাসীর পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও সমস্যার প্রকৃত উৎস নির্ধারণের দাবি জানানো হয়েছে। তারা বলেন, “অন্যের ভুলে একজন নিরপরাধকে দোষারোপ করা অন্যায়। আমরা চাই কর্তৃপক্ষ রহমত গ্রুপ ও করিম টেক্সটাইলের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক।”
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সবাই। জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে বড় ধরনের পরিবেশ বিপর্যয় ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন এলাকায় বাসী।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page