নিজস্ব প্রতিবেদক :
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি একটি ভিডিওকে বাস্তব দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। তবে সেটিকে মিথ্যা বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগ সমর্থনের কারণে দলটির নেতা-কর্মীদের গ্রেফতার ও মারধর করা হচ্ছে, এমন দাবিতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি এক ব্যক্তির বক্তব্যের ভিডিও ছড়ানো হয়েছে, যা সত্য নয়।
ভিডিওটিতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমি যদি বলি আমি আওয়ামী লীগ করি তাহলে কেন আমাকে গ্রেফতার করবে, কেন আমাকে মারধর করবে? আমি কি আপনার টাকায় খাই না আপনার টাকায় চলি? আমার এই দেশে কি মতামতের স্বাধীনতা নাই?
বাংলাফ্যাক্ট ভিডিওটি যাচাই করে নিশ্চিত হয়েছে, এটি বাস্তব কোন ভিডিও নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
ফ্যাক্টচেক টিম আরো জানায়, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি পর্যবেক্ষণ করলে এর ডানদিকে নিচে ‘ভিও’ লেখা দেখা যায়। এটি গুগলের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা টুল, যার সাহায্যে লেখা থেকে শব্দসহ ভিডিও তৈরি করা যায়।
এছাড়া, কৃত্রিম কনটেন্ট শনাক্তকারী টুল সেন্টিলাক্ম-এ ভিডিওটি যাচাই করে দেখা যায়, এটি পুরোপুরি এআই দিয়ে তৈরি।
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর এবং অপতথ্য প্রতিরোধে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে বাংলাফ্যাক্ট।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page