পোরশা (নওগাঁ) :
নওগাঁর পোরশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের নেতা নাহিদ উল ইসলামকে আটক করেছে থানা পুলিশ। নাহিদ উপজেলার নিতপুর ইউনিয়ন যুবলীগের সহসাধারন সম্পাদক ও উপজেলার নিতপুর সদরের মর্তুজা শেখের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পোরশা থানা পুলিশ। পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, নাশকতার মামলায় তাকে করা হয়েছে এবং বুধবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page