নিজস্ব প্রতিবেদক :
জেলায় আজ জামাল হাওলাদার হত্যা মামলায় তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় প্রদান করেন।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন-পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দার আলী শেখের ছেলে মজিবর শেখ, একই উপজেলার কুমিরমারা গ্রামের মোখলেছ হাওলাদারের ছেলে ফোরকান হাওলাদার এবং মরিচাল গ্রামের মৃত খালেক শেখের ছেলে মো. মাহাবুব।
এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আবুল কালাম আকন ও আসামী পক্ষে ছিলেন এডভোকেট আহসানুল কবীর বাদল।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ এপ্রিল পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামের মৃত কাসেম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার ওই গ্রামের ফেরীঘাটে নিজ চায়ের দোকানে কাজ শেষে রাত ১০ টার দিকে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে কুমিরমারা স্লুইচ গেট এলাকায় জামাল হাওলাদারের পথ রোধ করে আসামীরা ধারালো অস্ত্র ও রড দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল জামাল হাওলাদারের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই কামাল হাওলাদার বাদী হয়ে থানায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত বুধবার এ মামলার রায় প্রদান করেন। রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং নির্দোষ প্রমাণিত হওয়ায় ৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page