জন জাগরণ ডেস্ক :
দৈনিক জন জাগরণ পত্রিকার পক্ষ থেকে প্রাইমটেক গ্রুপের তৃতীয় বর্ষ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রাইম টেক গ্রুপের চেয়ারম্যান ওয়াকিদুজ্জামান ডাবলু বলেন, প্রধান অতিথি - জনাব আজিজুল বারী হেলাল ভাই (তথ্য বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি) হেলাল ভাই একটা বিশেষ কাজ ও রাস্তায় প্রচন্ড ট্রাফিক জ্যামের কারনে নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারায় ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান ও প্রাইমটেক গ্রুপের উত্তরোত্তর সাফল্য কামনা করে উদ্বোধনী ঘোষণা করে শুভেচ্ছ বক্তব্য রাখেন।
খুলনা জেলা বিএনপির সম্মানিত আহবায়ক জনাব মনিরুজ্জামান মন্টু ভাই নিজে থেকে অনুষ্ঠানকে আরও সৌন্দর্যমণ্ডিত করলেন! উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুস সালাম মল্লিক।
বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার সকল ব্যবসায়িক সহযোগী পার্টনারস, সাপ্লিয়ারবৃন্দ, এজেন্ট বৃন্দ সুভাকাঙ্খী, সুভানুধায়ীদের।
আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রচার দলের সম্মানিত সভাপতি ও ভি ও ডি বাংলার সম্পাদক মাহফুজ কবির মুক্তা ও সাধারণ সম্পাদক আকবর হোসেন, সিনিয়র সহসভাপতি আলামিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আপা, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- রুহুল আমিন, সহ অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ সহ অন্য সবাইকে ।
আমি কৃতজ্ঞ যারা দাওয়াত গ্রহণপূর্বক উপস্থিত থেকে দুয়া করেছেন সবার প্রতি। খুলনা থেকে আগত বাল্য বন্ধু কবির, ফরহাদ ভাগ্না, ছোট ভাই রাজু, ভাইপো মিজান ও ঢাকার প্রিয় ছোট ভাই তন্ময় ও প্রান্ত এর নেতৃত্বে যুবদল ও ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ এর একঝাঁক নিবেদিত কর্মীরা।
অসুস্থ শরীর নিয়ে পাশে থেকে কাজ করেছেন ছোট ভাই ও কণ্ঠ শিল্পী ঝিলিক বাবু তোর জন্য ভালোবাসা রইল।
আরও ধন্যবাদ জানাচ্ছি সকল সাংবাদিক ভাইদের বিশেষ করে আমার পত্রিকা দৈনিক ফলাফল এর প্রধান নির্বাহী সম্পাদক মোস্তাফিজুর রহমান, নির্বাহী সম্পাদক তাহমিনা ম্যাম সহ অফিসের সকল স্টাফদের।
পরিশেষে প্রাইমটেক গ্রুপের অ্যাম্বাসেডর পীরজাদা শায়েখ ওমর ফারুক আল নোমানি ও প্রাইমটেক গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজর অ্যাডভোকেট মহিউদ্দিন শাহিন ভাই সহ অনন্য সম্মানিত ব্যক্তিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
সকলের নিকট দোয়া কামনা করছি যেন সততার সাথে প্রাইমটেক গ্রুপের মাধ্যমে কাজ করে দেশের মানুষের কল্যাণে অবদান রাখতে পারি ও হালাল উপার্জন করে জীবন যাপন করতে পারি।
সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো ।
ওয়াকিদুজ্জামান ডাবলু
চেয়ারম্যান
প্রাইমটেক গ্রুপ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page