জুলফিকার আলী জুয়েল :
গাজীপুরের মৌচাকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের শান্তিপূর্ণ কর্মসূচি
“বৈষম্যহীন শিক্ষা, সরকারি-বেসরকারি সকল শিক্ষার্থীর অধিকার”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন।
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার সকাল ১০টায় এই মানববন্ধনের আয়োজন করে মাতৃছায়া পাবলিক স্কুল।
উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন উইন টাচ হাই স্কুল, ধানসিঁড়ি পাবলিক স্কুল, কামরাঙ্গাচালা আইডিয়াল স্কুল এবং ইউনিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, “প্রাথমিক শিক্ষার বৃত্তি পরীক্ষায় সরকারি-বেসরকারি বিভাজন করে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি করা হচ্ছে। এই বৈষম্য অবিলম্বে দূর করতে হবে।”
তারা আরও বলেন, “সব শিশুই সমানভাবে পড়ালেখা করছে, একই পাঠ্যক্রমে শিক্ষিত হচ্ছে—তবে শুধু প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী বঞ্চিত হওয়া কোনোভাবেই ন্যায়সংগত নয়।”
অভিভাবকরা বলেন, “আমাদের সন্তানেরাও মেধাবী, তারা কেন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে? আমরা চাই, সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত হোক।”
মানববন্ধনের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং বেসরকারি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page