মোঃ নুর সাইদ ইসলাম-ধামইরহাট :
নওগাঁর ধামইরহাট উপজেলার চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ধামইরহাট ইউনিট ম্যানেজার মোঃ ওসমান গনি।
সোমবার বেলা ১১টায় বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক মোঃ মুকুল হোসেনের সভাপতিত্বে প্রথম মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী কর্তৃক মনোনীত সভাপতি মো. ওসমান গনি। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য মোঃ আঃ রশিদ, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য উক্ত বিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ আবিদা সুলতানা এবং পদাধিকার বলে এডহক কমিটির সদস্য সচিব হিসেবে প্রধান শিক্ষক মোঃ মুকুল হোসেন মনোনীত হয়। বিদ্যালয়ে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রত্যয়ে ৩ জুলাই ২৫'ইং ৬৪ বিধি মোতাবেক ৬ মাসের জন্য এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।
এসময় নব এডহক কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোঃ মুকুল হোসেন বলেন, 'এডহক কমিটি একটি অস্থায়ী কমিটি, যা নিয়মিত কমিটি না হওয়া পর্যন্ত এ কমিটি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সচল রাখবে। এবং নিয়মিত কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় কার্যক্রমের লক্ষ্যে ৬ মাসের মধ্যে একটি নিয়মিত পরিচালনা কমিটি (গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি) গঠন করা হবে। সকলের সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দায়িত্বপ্রাপ্ত সভাপতিকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মতামত ব্যক্ত করেন।'
দায়িত্ব প্রাপ্ত সভাপতি মো. ওসমান গনি বলেন, 'আজ এ বিদ্যালয়ে আমার প্রথম দিন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। এ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের বার্ষিক উন্নয়ন, সু শৃঙ্খল পরিবেশ, শিক্ষার্থীদের ভর্তি, নিয়মিত পাঠদান, পরীক্ষার ফলাফল এবং অন্যান্য শিক্ষাসংক্রান্ত কার্যক্রম, শিক্ষক ও কর্মচারীদের কাজের তত্বাবধানে দায়িত্বের মতামত ব্যক্ত করেন।'
এ সময় উপস্থিত ছিলেন, 'এডহক কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী, প্রাক্তন ছাত্রসহ প্রমুখ।'
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page