রায়হান শেখ-মোল্লাহাট, বাগেরহাট :
বাগেরহাটের মোল্লাহাটে নিষিদ্ধ 'চায়না দুয়ারী'সহ বিভিন্ন ধরনের অবৈধ মাছ ধরার খাঁচা জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোববার (২৭ জুলাই) বিকেলে উপজেলার কোদালিয়া বিলে এ অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়ের নেতৃত্বে মৎস্য অফিসের একটি দল এই অভিযান পরিচালনা করে। কোদালিয়া বিল থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে এগুলো সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চত্বরে এনে প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায় বলেন, “নিষিদ্ধ এসব জাল দিয়ে মাছের প্রজনন ও জলজ প্রাণীর স্বাভাবিক পরিবেশ ধ্বংস হয়ে যায়। এসব জাল ব্যবহার সম্পূর্ণ বেআইনি। অবৈধ জাল নির্মূলের এই অভিযান নিয়মিতভাবে চলবে।”
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থায়ীভাবে এসব জালের ব্যবহার বন্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page