নিজস্ব প্রতিবেদক :
দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিবেশে জনগণকে ভূমি সেবা প্রদান করতে ভূমি মন্ত্রণালয় অভিযোগ মনিটরিং শাখা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ভূমি সেবা সহায়তা কেন্দ্রে নাগরিকরা তাদের মতামত ও হয়রানি সম্পর্কিত অভিযোগ দাখিল করতে পারবেন।
ভূমি মন্ত্রণালয়ের হটলাইন নাম্বার ১৬১২২-এ ফোন করেও নাগরিকগণ অভিযোগ জানাতে পারবেন। কলসেন্টার থেকে সার্বক্ষণিক সেবা পাবেন নাগরিকরা। ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া দেশের সকল সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরে নাগরিকদের মতামত গ্রহণের জন্য একটি করে মতামত বাক্স বসানো হবে। নাগরিকগণ এ সকল বাক্সেও সেবার মান সম্পর্কে সন্তুষ্টি অথবা হয়রানির অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ বাক্সে যেকোনো নাগরিক তাদের অভিযোগ সরাসরি জমা দিতে পারবেন, যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে এর প্রতিকার করা হবে।
ভূমি সেবায় এ সকল পদক্ষেপের মাধ্যমে মাঠ পর্যায়ে দুর্নীতি ও জনগণের হয়রানি অনেকাংশে হ্রাস পাবে। জনগণের সচেতনতা ও সহায়তা এক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে বলে আশা করছে ভূমি মন্ত্রণালয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page