নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদের আরও চার কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, অবসরে পাঠানো ডিআইজিরা হচ্ছেন- ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আতিকা ইসলাম, রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত মো. মাহবুব আলম, শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত মো. মনির হোসেন ও পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত এ কে এম নাহিদুল ইসলাম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদেরকে অবসর প্রদান করা হয়েছে।
এতে জানানো হয়, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page