রায়হান শেখ-মোল্লাহাট (বাগেরহাট) :
বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেল ও পথচারীর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ (সোমবার) বেলা ১২টার দিকে উপজেলার চাঁদেরহাট এলাকার শেয়ালবাড়ি খালের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—স্থানীয় আগা কেন্দুয়া গ্রামের বাসিন্দা পথচারী রাজেশ্বর বদ্ধি (৬৫) এবং মোটরসাইকেল চালক বরগুনা জেলার বামনা থানার সখিপুর গ্রামের সাইফুল ইসলাম (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল মহাসড়কে চলার সময় রাজেশ্বর বদ্ধি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সাইফুল ইসলামের চালানো মোটরসাইকেলটি তাকে সজোরে ধাক্কা দিলে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তারা মারা যান।
মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নুরুজ্জামান চানু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ দুটি আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page