নাজমুল আহসান-শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে ১০ দফা দাবিতে আন্দোলনে নেমেছে সিরামিক্স কারখানার শ্রমিকরা। দাবিগুলোর মধ্যে বকেয়া বেতন, ন্যায্য মজুরি নির্ধারণ, ছাঁটাই বন্ধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন শ্রমিকস্বার্থ সংক্রান্ত দাবি রয়েছে।
রবিবার (২৭ জুলাই) সকাল থেকে হাজারো শ্রমিক আর.এ.কে সিরামিক্স এর সামনে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়।
অবস্থার অবনতি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে শিল্প পুলিশ ও থানা পুলিশ সহ সেনাবাহিনী। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এদিকে শ্রমিক নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে দাবি জানাতে গেলে প্রশাসন শক্তি প্রয়োগ করে আন্দোলন দমনের চেষ্টা চালায়। অপরদিকে পুলিশ জানায়, জনভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তারা দায়িত্ব পালন করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে এবং যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page