মোঃ আবুল কালাম-নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর শিবপুর ইউনিয়নের মহেশ রোডের পাশে ফ্রেশ আইসক্রিম নামে অনুমোদিনহীন একটি আইসক্রিম ফ্যাক্টরি গড়ে উঠেছে।এই ফ্যাক্টরিতে বিভিন্ন ফ্যাক্টরির আইসক্রিমের মোরক ব্যবহার করে চালানো হচ্ছে ফ্রেশ আইসক্রিম নামে। নোংরা পরিবেশে নামমাত্র গুরু দুধ এবং নারিকেল দিয়ে অস্বাস্থ্যকর উপায়ে তৈরি হচ্ছে এই আইসক্রিম। খাদ্য অধিদপ্তরের কোন নিয়ম-নীতি মানে হচ্ছে না। গরমের ভিতর শ্রমিকরা আইস ক্রিম প্যাকেজ করছে খালি হাতে।
গরমে প্রশান্তি জন্য মানুষ রাস্তাঘাটে এসব আইস্ক্রিম খেয়ে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফ্রেশ আইসক্রিমের স্বত্বাধিকারী আজাদ মিয়ার সাথে কথা বলতে চাইলে। উনি আমার সংবাদ পত্রিকার প্রতিনিধিকে বলেন। আমরা সবকিছু ম্যানেজ করে এই আইসক্রিম তৈরি করি।এবং ফুড ইন্সপেক্টর সালাম সাহেবের সাথে আমরা নিয়মিত দেখা করি।
এ বিষয়ে ফুডিন্সপেক্টর আবদুল সালামকে ফোন দিলে। উনি আমার সংবাদকে জানান :আমরা বাংলাদেশী তো একদিনের সব কিছু সম্ভব না আস্তে আস্তে উনারা ঠিক হয়ে যাবেন।
এ বিষয়ে সহকারী ভূমি অফিসার খালিদ বীন মুনসুরের কাছে অভিযোগ দেওয়ার পরও আজ পর্যন্ত কোন সঠিক পদক্ষেপ পাওয়া যায়নি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page