মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
রাস্তার নির্মাণ কাজে দুর্নীতি একটি গুরুতর সমস্যা, যা প্রায়ই উন্নয়ন প্রকল্পের গুণমান এবং জনগণের জীবনযাত্রাকে প্রভাবিত করে। এই দুর্নীতি বিভিন্ন রূপে প্রকাশ পায়, যেমন নিম্নমানের সামগ্রী ব্যবহার, অতিরিক্ত বিলিং এবং কাজের মান পরিমাপ না করা। দুর্নীতির কারণে রাস্তা নির্মাণের খরচ বাড়ে, প্রকল্পের সময়কাল বাড়ে এবং দুর্বল মানের রাস্তা তৈরি হয়, যা জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের নলডাঙ্গা রোডের সাথে লাগানো কই পাড়া মোড় পর্যন্ত রাস্তা তৈরির কাজে নানা অনিয়ম ও দূর্নীতি করায় এলাকাবাসী আটকে দিল রাস্তার কাজ। জানা গেছে এই রাস্তাটির কাজের অর্ডার পেয়েছিলেন গোবিন্দগঞ্জের কনট্রাক্টর মোঃ রফিক।
এক পর্যায়ে ঐ রাস্তার কাজে দায়িত্বে থাকা এলজিইডি কার্য সহকারি আব্দুল লতিফ ও সোহেল এর সাথে এলাকাবাসীর তর্ক বিতর্ক ও চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং ঐ এলাকার জনপ্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম কে অকথ্য ভাষায় গালাগালি করেন।
বিষয়টি সাদুল্লাপুর উপজেলার নির্বাহী অফিসারকে মুঠোফোনে অবগতি করলে পরে সাদুল্লাপুর উপজেলার সাব-এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ মোশাররফ ঘটনাস্থলে এসে রাস্তাটি পুনরায় ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে এলাকাবাসীর অনেকেই উক্ত কন্টাকটারের লাইসেন্স বাতিলের বিষয়ে দাবি করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page