সাইমন :
সাভারের চামড়া শিল্প নগরীর একটি ট্যানারি থেকে চুরি হওয়া প্রায় ১৫ লাখ টাকার চামড়া উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) জুয়েল মিয়া।
তিনি জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন–
🔹 লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার খাগুরিয়া গ্রামের মো. বাহারের ছেলে মো. রাসেল (৩৫)
🔹 বরিশালের মেহেন্দীগঞ্জ থানার জাঙ্গালিয়া গ্রামের মৃত সিকান্দার আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৫৮)
ঘটনার পেছনের কাহিনী
৬ জুলাই সকালে মেসার্স রাইসা লেদার কারখানায় গিয়ে কিছু মালামাল কম দেখতে পান ম্যানেজার মো. জোনায়েদ হোসেন পলাশ।
পরে তিনি কারখানার সিসিটিভি ফুটেজে দেখেন, রাত ২টা থেকে ৪টার মধ্যে জানালা দিয়ে প্রবেশ করে চোরেরা কারখানার ভেতর থেকে রপ্তানির জন্য প্রস্তুতকৃত প্রায় ১৫ হাজার স্কয়ার ফুট চামড়া চুরি করে নিয়ে যায়, যার বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা। আসামি শনাক্ত ও উদ্ধার অভিযান
পুলিশের তদন্তে ভিডিও বিশ্লেষণ ও আলামত পর্যালোচনার মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়।
শুক্রবার রাতে সাভার চামড়া শিল্প নগরী এলাকা থেকে রাসেলকে এবং পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার হাজারীবাগ এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। এ সময় চোরাই চামড়াগুলোও উদ্ধার করা হয়।
সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page