রফিকুজ্জামান-সিজার, কুষ্টিয়া :
গত ২৩ জুলাই বুধবার বিকাল ৫ টায় কুষ্টিয়ার কারামায় চাইনিজ রেস্টুরেন্টে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে (ISP) লেয়ার থ্রি একটি গুরুত্বপূর্ণ সেমিনার। যেখানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের জন্য লেয়ার থ্রি প্রযুক্তির গুরুত্ব ও প্রয়োগ নিয়ে আলোচনা হয়েছে।
সেমিনারে লেয়ার থ্রি-এর সিইও তামিম সালেহীন মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন, যেখানে তিনি লেয়ার থ্রি প্রযুক্তির কার্যকারিতা, নিরাপত্তা, এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তৌফিক ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিক করেন রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক ও সাবেক পিপি এডভোকেট গোলাম মহম্মদ।
এই সেমিনারটি কুষ্টিয়া অঞ্চলের আইএসপি ও নেটওয়ার্ক প্রফেশনালদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে তারা লেয়ার ৩ প্রযুক্তি সম্পর্কে গভীর ধারণা লাভ করতে পেরেছেন। এটি ভবিষ্যতে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
কুষ্টিয়ার নেটওয়ার্ক প্রফেশনালদের লেয়ার থ্রি এর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়ার ভাইস চেয়ারম্যান জনাব কাজল মাজমাদার, প্রতিষ্ঠানের সার্বিক বিষয় আলোচনা করেন, ওয়ান.নেট এর সিইও সাদী মহম্মদ, কোম্পানির সার্বিক বিষয় নিয়ে কথা বলেন জনাব সাদিক খান, ডিরেক্টর, ওয়ান নেট, জনাব মানিকুর রহমান, ডিস্ট্রিবিউটর, লেয়ার থ্রি, ঢাকা সাউথ, কোম্পানির সাথে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে কথা বলেন জনাব হাব্লু মোল্লা, জনাব মেজবাউর রহমান পিন্টু, একেএম মাসুলুল ইসলাম লিটন, রিন্টু ভাই, কথা বলেন কুষ্টিয়ার সেলস অফিসের দায়িত্ব প্রাপ্ত নাহিদ মাজমাদার।
উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সকল ইন্টারনেট ব্যবসায়ী, ঢাকা থেকে আগত কোম্পানির বিভিন্ন কর্মকর্তারা ও স্থানিয় কর্মকর্তারা এই সেমিনারে উপস্থিত ছিলেন, যা সেমিনারটিকে আরও গুরুত্ববহ করে তোলে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page