মোঃ আবুল কালাম -ব্রাহ্মণবাড়িয়া :
এলাকা বাসীর দাবী টেন্ডার হওয়ার পড় ও রাস্তার কাজ হচ্ছেনা প্রায় দুই বছর যাবৎ আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে রাস্তা খোড়ে রেখে চলে গেলেন লোকমান এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত বছর বৃষ্টির সময় সদর বাজার রোড ছিল মরন ফাঁদ।এই বছরও ঠিক এক অবস্থা এই রাস্তার কাজ হবে কি হবে না এটা ও বলতে পারছে না এলাকার মানুষ৷
এক ব্যবসায়ীর সাথে কথা বলে জানতে পারি এই রাস্তা টেন্ডার পাস হয়েছে দীর্ঘ দুই বছর আগে কাজ হবে এরকম কোনো আশ্বাস পাচ্ছি না৷ ঠিকাদার লোকমান মিয়ার সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা কিন্তুু ওনি আজ আসবো কাল আসবো বলে বছরের পর বছর চলে যাচ্ছে।
এই বিষয়ে উপজেলা প্রশাসন বা এলজিডি অফিসার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে জানিয়েছেন৷
আরেক ব্যবসায়ী বলেন আওয়ামী লীগ ঠিকাদারদের কাছে সরকারি অফিস গুলো এখনও জিম্মি৷ না হয় দুইবছরে একটি রাস্তার কাজ কেনো শেষ হলো না৷
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page