নাইম উদ্দিন-পোরশা (নওগাঁ) :
নওগাঁর পোরশায় গলায় ফাঁস দিয়ে মঞ্জুরুল হক শাহ(৬০) নামে ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সোমনগর সুতলী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
বুধবার দিবাগত রাতে তিনি বাড়ির পাশের আমবাগানের গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আতœহত্যা করেন। পারিবারি সূত্রে জানা গেছে, মঞ্জুরুল রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। এসময় তার স্ত্রী একই ঘরে ঘুমে ছিলেন।
পরে গভির রাতে তার স্ত্রী লাফিফা তাহাজ্জুতের নামাজ পড়তে উঠে বিছানায় স্বামীকে দেখতে না পেয়ে বাড়ির লোকজনকে ডেকে খোঁজা খুজির পর বাড়ির পাশে আম গাছের ডালে ফাঁস লাগা অবস্থায় তাকে ঝুলতে দেখেন।
সকালে স্থানীয়রা থানায় খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। বিষয়টি পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান নিশ্চিত করেছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page