ফয়সাল হোসেন-লক্ষ্মীপুর :
রামগঞ্জে ওয়াপদা খালের পাড় থেকে ওয়াপদা সড়কের প্রস্থতা বৃদ্ধি ও খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে রামগঞ্জ পৌর শহরের আঙ্গার পাড়া মৌজা থেকে ৪০ টি, ও উপজেলার এক নম্বর কাঞ্চনপুর ইউনিউনের বিঘা মৌজার চৌধুরী বাজার সংলগ্ন সড়কের ওয়াপদা খালপাড় থেকে ৫২ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
গতকাল বুধবার (২৩জুলাই) সকাল ১০ টায় রামগঞ্জ পৌরসভার শিশুপার্ক সংলগ্ন ব্রীজের গোড়া থেকে ওয়াপদা কলোনী সংলগ্ন সড়কের দু'পাশে নির্মিত ৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। পাশাপাশি রামগঞ্জ থানার পিছনে ওয়াপদা সড়ক থেকে সোনাপুর বাজার সংলগ্ন ওয়াপদা খালপাড়ে শতাধিক অবৈধ স্হাপনা রয়েছে সে গুলো উচ্ছেদ না করে রামগঞ্জ পৌর শহর থেকে চার কিলোমিটার দূরে উপজেলার এক নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন ওয়াপদা সড়কের দুপাশ থেকে ৫২ টি অবৈধ স্হাপন উচ্ছেদ অভিযান চালানো হয়। আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতায় এ অভিযানের নেতৃত্ব দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাশ , বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রায়পুর - লক্ষ্মীপুরের উপ বিভাগীয় প্রকৌশলী গৌকুল চন্দ্র পাল।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সার্ভেয়ার সাখাওয়াত হোসেন, রামগঞ্জের সাংবাদিকগন। জানা গেছে, রামগঞ্জ পৌরসভার শিশু পার্ক সংলগ্ন ওয়াপদা সড়ক থেকে কাঞ্চনপুর ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন সড়কের খাল পাড়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করায় সড়কের প্রস্থতা কমে গেছে ও পানিপ্রবাহ বাধা গ্রহস্ত হচ্ছে।
এদিকে সকল অবৈধ স্হাপনা উচ্ছেদ যেন ফের নতুন করে অবৈধ স্হাপনা তৈরি করতে না পারে সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্হানীয়রা। একই সঙ্গে উচ্ছেদ অভিযান সম্পূর্ণ বাস্তবায়নের দাবি তাদের।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page